কালো মেঘের বুক চেরা
বৃষ্টি-সুরায় মাতাল যখন তুমি, সমুদ্র,
আমি ভেসে বেড়াই তোমার বুকে।
আমি দুরন্ত সীগাল্।
আমার প্রসারিত সাদা ডানায়
রামধনুর প্রতিফলন।
তোমার নীল জল বুকে ছুঁয়ে
চেয়ে থাকি আকাশের নীলে।
ওখানে চেরা মেঘের আড়ালে
রুপালি কাজল পরা
সম্মোহনী সূর্য চোখে
তরুণ মাদকতা।
আমি ভেসে চলি ধূসর চিল হয়ে
অনন্ত নীলে।
ওখানে নীল পাহাড়ের দেশে
জল ছোঁয়ার খেলার নেশায়
ভাঙল আমার ডানা,
পাহাড়ের কঠিন আঘাতে।
তুমি কেন এত কঠিন হলে?
ভুলেছি,_'আমি দুরন্ত সীগাল্ ',
নীল জলের কোমল পরশ
নীল বরফে থাকতে নেই।
হারিয়েছি আমি নিজেকে।
ডানা ভাঙা আমি
ক্লান্ত ধূসর চোখে চেয়ে দেখি
আকাশ আর সাগর নীলের
মেশামিশি।
যেখানে কালের ঘুর্ণনে
জেগে ওঠা নীল পাহাড়ের আঘাতে
রক্তাক্ত আমি।