আমি কিন্তু কবি নই, কিছু কথা লিখি মাত্র।
ভাবনাগুলো ইতস্ততঃ শুধুই ঘোরে যত্রতত্র।
হয়ত তাতে থাকে না কোনো মিল এবং ছন্দ,
না থাকে ব্যাকরণ, না থাকে কাব্য-গন্ধ।
তবুও কেন যে লিখে পাই এক আনন্দ!
অনিচ্ছাতেও তাই থাকে না লেখা বন্ধ।
কি লিখি? কেন লিখি? বুঝি না তা মোটে।
'কবিতা' না হোক, মনের কথা তো তা বটে।
কবি হওয়া সোজা নয়, তা যেমন জানি,
কবি 'সাজা' র বিষম বোঝা, এও তেমন মানি।
কবিতার আসরে তবু আমি লিখতে থাকি।
বন্ধুরা সব ক্ষমা কোরো, আমার যে সব ফাঁকি।