অনু সংকলন


(১)সজনী লো


এক ফোঁটা সুখ পদ্মপাতায়,
মন দিঘী তুই জলকে চল্।
জোনাক জ্বলে বাবুই বাসায়,
সুখের আলো কোথায় বল্।


(২)চিরাগে


অন্ধমনের বন্ধ পাতা,
খুলবে, তোমার সাধ্য কি?
জ্বালাও আলো মিথ্যে সুখে,
প্রেম যদিবা হয় মেকি!


(৩)সংগ্রাম


পাথর বুকের প্রজাপতি
শুঁয়োপোকা-মনে বাঁচে ।
বর্ণহীন কন্টকিত শব্দরা
অকারণে কাব্য যাচে!!


(৪)পাগল হাওয়া


পথের যে শেষ কোথায়,
পথিক জানে না বোধহয়!
তবু পথ হারানোর সুখে
পথিকই তো পথ হারায়!


(৫)সমুদ্র-মনে


তোমার পান্না-সবুজ জলে,
মুক্ত-ঝিনুক খোঁজার ছলে,
কী এক অমোঘ আকর্ষণে,
ডুববো  নিবিড় আলিঙ্গনে!