ছাদে ছড়িয়ে দেওয়া গম
খুঁটে খুঁটে খাচ্ছিল পায়রার দল।
খাবারের খোঁজে এক খুদে
এলো খুঁড়িয়ে খুঁড়িয়ে।


দলে যে এক পিছিয়ে পড়া সদস্য,
লক্ষ্য রাখছিল এক হুলো!
ছোঁ মেরে নিয়ে গেল তাকে।


পায়রারা কি কাঁদতে জানে না!
ওরা হয়ত সর্বদাই 'সুখের পায়রা'!
আশ্চর্য!!
একটা পায়রাও প্রতিবাদী হয়ে উঠলো না।
গম খেতেই ব্যস্ত সবাই...


কিন্তু অবাক-কান্ড!
দূর-ছাই করা কাকের দল
কা--কা করে ঝাঁপিয়ে পড়লো
বেড়ালটার ওপর।
বাধ্য হয়ে হুলো শিকার ছাড়লো।
কাকেরাও নিশ্চিন্ত!
পায়রা-মা ফিরে পেলো তার ছানা।


কে যে কার স্বজন, বোঝা দায়!