শ্রাবণ কোথায় হারিয়ে গেল
শরৎ এখন আকাশ জুড়ে __
কাশ ফোটেনি নদীর ধারে
আকাশটা কী ওসব জানে!


শুকনো মাটিও ভুলেই গেছে
শ্রাবণ ধারা কাকে বলে __
প্রখর রোদে মাতাল হাওয়া
মেঘের তুলোয় করছে খেলা।


সূর্য যে আজ যাবার বেলায়
রাঙিয়ে আকাশ হাসি মুখে,
করছে খেলা পাখির ডানায়।
শরৎ আলোয় ফিরছে পাখি ।


শ্রাবণ সুখে ব্যাঙ ডাকেনি __
জলার ধারে বিরহে ঝিঁঝি।
সান্ধ্য শাঁখে তুলসীতলায়
শ্রাবণ খোঁজে গাঁয়ের বধূ!!