বর্ষা এলে মনে হয়,
আমার কি যেন হারিয়ে গেছে!
বুকে চলে প্রচণ্ড করাঘাত !
দূর থেকে ভেসে আসে,
মেঘের গুরুগুরু।
মিশে যায় এসে আমার বুকের লাব-ডাবে!


আমার চোখে বর্ষা নামে তখন।
ঝাপসা পাগল দৃষ্টিকোন!
আবছায়া বৃষ্টির ঝিল্লির ওপার থেকে
দেখতে পাই তোমাকে।
খুব ইচ্ছে করে তোমার কাছে যেতে।


কাদা মাটিতে জীবন আটকে যায়,
আটকে যায় স্থবির পা।
হয়ত উদাসী মনও।
আর তখনই তুমি হারিয়ে যাও ,
মেঘে ঢাকা তারার মতো...


বৃষ্টি পড়তেই থাকে দু চোখ বেয়ে,
চোখের তারা ঝাপসা হয়ে আসে ...