আরও একবার মরলাম আমি


অনেকবার পুড়েছি,
তবু জ্বলে উঠতে পারিনি...
অনেকবার ডুবেছি,
তবু জন্ম দিতে পারিনি
পুত্র সন্তানের...
শিলিং থেকে ঝুলেছে
আমার দেহ,
কালিন্দী বলে গঞ্জনা সয়ে।


বাঁচতে চেয়ে ফিরেছি যখন...
ঠাঁই হয়নি পিতৃগৃহে।
ওটা আমার পুরোনো বাসস্থান।
ওখানে স্থান নেই আর।


আমি পাইনি শ্বাস নেওয়ার
একটু বাতাস...
আমার গান, ওদের কাছে
"আদিখ্যেতা"।
আমার লেখা ওদের কাছে
" বাড়াবাড়ি "।
আমার কান্না ওদের কাছে
"ন্যাকামি"।


আমি একটু বেশি শিক্ষিত হলে
কি ক্ষতি হতো ওদের?
আমার ভালোবাসার রঙও কি কালো?
আমার গায়ের রঙের মতো!
আমার কন্যা সন্তান,
কোন অপরাধে অপরাধী!
বলবে কি কেউ?


আমি বারবার মরে,
প্রতিবাদী হই।
মিছিলে মোমবাতি হয়ে
জ্বলে উঠি...
তবুও আমাকে মরতে হবে,
আবারও...