ঝরা পাতার বিরহ শব্দ...
স্কুল পেরোনো ঝর্নার কলকল মনে
অন্য শহর!
শাল মহুয়ার ঘনবন্ধন
__শীতল অন্ধকার;
সে তো একান্ত আমার।


সহপাঠের বিরতিতে
চোখের আয়নায় চোখ!একপেশে।
ফেলে আসা সেই মুখ
কবিতার পাঁজরে গাঁথা, সুদৃঢ়।


এলোচুলে সমুদ্র খুঁজেছি
কিশোর অবেলায়,
শহর থেকে দূরে, পাথুরে মাটিতে।
চন্দন মাখা অতীত অর্ঘ,
সাজানো নিপাট।
নিভৃতে অর্পণ, শুধু অনুভবে।


খেয়ালী চাঁদের লুকোচুরি খেলায়
ছিঁড়ে ফেলা সেই পান্ডুলিপি ;
উঠোন পেরিয়ে শালবনে ওড়ে
সাবধানী শব্দরা ।


সযত্নে তুলে রাখি
ছেঁড়া কাগজের টুকরোয় লেখা
এক একটা বিচ্ছিন্ন অক্ষর।