হদিস পাইনা সেই উত্তরের।
প্রথমে যখন পৃথিবীটা সুন্দর ছিল,
তখন মনে হচ্ছিল, এ তো সোজা অঙ্ক,
এ হবে'খন একদিন। মিলবেই।
ও নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ?
কিন্তু হল না, বড্ড কঠিন!!
হতাশায় শব্দ হলো একটা ছোট্ট
দীর্ঘশ্বাসের।


আশার সমুদ্রটা বড় বেশি বড়,
সীমাহীন বোধহয়।
তবু ভাসলাম, ভেসেই চললাম...
আর যে পারি না, দম বুঝি ফুরিয়ে এলো।
কত তরী পাশ কাটলো।
যাবার সময় তুলে নিতো আমাকে।
আশ্রয় দিতো...
কিন্তু কোথাও হ'ল না সমাধান অঙ্কটার।
কেউ পারল না কঠিন অঙ্ক মেলাতে।


তরী গুলো বড় হাল্কা।
আমার অঙ্কের ভারে ডুবে যেতো বোধহয়।
(তাই) সব তরীকে বিদায় দিলাম একে একে।
আবার ভাসলাম আশার সমুদ্রে।
ভেসেই চললাম....


***রচনাকাল__১৯৭৬ সাল।
গতকালের কবিতার দ্বিতীয় অংশ।