পড়তে বসে ইতি উতি...
সুযোগ বুঝে  ফাঁকিবাজ,
তরতরিয়ে পেয়ারা গাছে!
কচি কষা, সবই তখন
স্বাদে মিঠে এবং খাসা...
খানিক বাদে __
গাছের নিচে দেখি,
রক্তচক্ষু বাবার হাতে
অঙ্ক খাতা কাঁপছে!
এবার বুঝি পড়ল পিঠে!
"আহা, খেলুক না একটু" __
কোথা থেকে এসে, অনুনয়ে
বাঁচিয়ে দিলেন "মা"!