কাঁটার আঘাত সহ্য করে,
গোলাপের কাছে আসো।
গোলাপকে ভালোবাসো।
কত ব্যথা নিয়ে সে তোমায়
কাঁটায় বেঁধে,
সে কি তুমি বোঝো?


কুঁড়ি থেকে একটু একটু করে,
নিঃশব্দে নিজেকে মেলে ধরে,
সে কি শুধুই ফোটার আনন্দে?
না কি তোমায় সুখী রাখতে?


তুমি আনন্দে আত্মহারা!!!
ভাবলে সে একান্ত তোমার!
সেও খুশি দেখতে তোমায়,
ভোগের পসরা সাজিয়ে
সব পাপড়ি খুলে মেলে ধরে
সম্পূর্ণভাবে!


বুক ভরে  সুবাস নাও সুখে
শেষ পর্যন্ত...
তোমার আদরে, ভালবাসায়
ক্লান্ত গোলাপ বিধ্বস্ত!
অবশেষে পাপড়ি খসে পড়ে
একটা একটা করে...
মাটিতেই মিশে যায় তার গ্লানি।


মধুপ আর আসে না তার
কঙ্কাল বৃন্তে!