সমীরণ বয়ে যায় শুধু আনমনে।
কাটে অবসর দিন ফুলেল কাননে।
প্রস্ফুটিত পদ্মে বসে প্রথম ভ্রমর,
মনে ভাবে হবে আজ নিষিদ্ধ বাসর।
দেয়া নেয়া হয় মন, আর কিছু নয়।
হারাবার নেই কিছু, কেনবা সংশয়?
অনুভবে ছবি আঁকো হৃদয় পাতায়,
দূর থেকে হাতছানি, নাগাল কোথায়?


অজান্তে অলক্ষ্যে ঢাকে আদর চাদর।
শিহরিত হয় বুক তবু সমাদর!
পিক ডাকে কুহু রবে মন কেঁদে যায়,
ফিরতে যে হবে সখা, সন্ধ্যা হল প্রায়।
ফিসফিস স্বরে কানে বলে তুমি যাও,
সাথে আছি চিরকাল ভয় কেন পাও?


**জীবনের প্রথম সনেট, ১০০ তম কবিতার জন্য। ক্ষমাসুন্দর চোখে দেখবেন। সমালোচনা চাই।