যেতেই যখন হবে
আটকাও কেন পথ!
নিয়ে এক বুক মরুভূমি
সাজিয়ে রেখেছ উল্টোরথ!
তৃষ্ণার্ত আমি __
হারাই তোমার সজল চোখে,
মরীচিকায় ভ্রমি।
যতদূর চোখ যায়, দেখি
শুধুই ধূ ধূ মরুভূমি!
বালুঝড়ে অন্ধ হই যে আমি!
ফেরার পথ বন্ধ বুঝি।
কেন আটকে রাখো
এই অবেলায়।