উর্ধ্বমুখী জল পিয়াসী আষাঢ়!
হতাশ চাষীর কাঠফাটা জমি।
চাতক বোধহয় হারিয়ে গেছে,
মনের চাতক তবু বারোমাস!


কদম শুকায় বিরসবদনে,
প্রথম বাদল পরশ আশায়!
দীঘির পাড় আজ জলসা হারা ;
দাদুর-কন্ঠ রূদ্ধ যে এখনও!


বাদল শোকে বিবাগী জলধর,
দেয়নি চিঠি বিরহীকে আজও।
অপেক্ষ্য মন উদাসী চঞ্চল ;
এসো মেঘ-বারি, ঝাঁপিয়ে এ বুকে!