থেমে গেছে হৃৎস্পন্দন,
স্তব্ধ চারিধার।
শুধু গোঙানি, কান্নার রোল -
আবহ নিঃশ্বাসে ;
ফুল, ধূপ, রজনীগন্ধা সাজে।
বাতাসে ভেসে দেখি
আমারই শবদেহ অপেক্ষায়।


কই সে আসেনি তো?
হৃদ্ যন্ত্রণায় ভুগেছি যখন...
কথা দিয়েছিল- আসবে,
ভালবাসা ফুল নিয়ে,
ব্যাথা উপশমে।


আর কত অপেক্ষা করি তবে!
যদি আসে, যদি কাঁদে,
শান্তি কি পাব একটুও ?
ভালবাসা ফুলে ভুলে
জীবনে আসেনি যে -
সে কি আর ....।


মরণে আসার লোভে তবু
আজ অপেক্ষা মিলন মালায়,
করুণ রাগের শবযাত্রায়।