এখনও শেষ হয়নি আমাদের কথা।
সবুজ উপত্যকায় স্থির হয়ে আছে মেঘ।
পাইনের নীল খাঁজে ঘন কুয়াশার স্তব্ধতা!
অন্ধকার ;ভীষণ অন্ধকার..
ভারী বুটের শব্দের অনুরণনে সোচ্চার অন্ধ আইন!
শেষ হয় না তোমার আমার কথা!


বিধ্বস্ত ধানক্ষেতে এখনও আর্তনাদ...
পাখিটার কন্ঠ রুদ্ধ সিলিং ফ্যানে...
সজীব তরুলতা  দগ্ধ হয়...
আমরা কেউ কথা রাখিনি শেষ কথার...


জানি তুমি অপেক্ষায় থাকবে


বাকি কথাগুলো না হয় থাক
মুষ্টিবদ্ধ হাতে বন্ধ কারখানার দরজায়...
অভুক্ত বাস্তবে...
শিক্ষার তকমা হাতে কর্মহীন যৌবনে...


আমাদের শেষ কথার শেষ নেই..