বালুচরে যে ঘর বাঁধি
     মনের মাধুরী দিয়ে,
জানি ঢেউ আছড়াবে
      কামনা আক্রোশ নিয়ে।
তবু কেন চায় মন
      ছুঁয়ে যেতে অকারণ,
বেলাভূমিতে আঁকা
     অলীক সে গৃহকোণ।
কি যে সুখ পাই,
    সেই কল্পনা অনুভবে।
যত্ন করে গাঁথা মালা
    হয়ত বিফলে যাবে।
হাসি মুখ চায় বঁধু,
      সারাবেলা আলাপনে।
ক্ষমা সে করে যেন
     অপারক এই জনে।