মধুর  বাংলা ভাষা মনটা নিলো জিনে ।
রক্ত ঝরা এ ভাষা স্বীকৃত আজ মানে ।
আজ এ ভাষার সূত্র ধরে,
দুই বাংলা মিলি আসরে।
ভুলব না বাংলা বুলি,শপথ থাকুক মনে।


একুশ আমার শিকল ভাঙার গান।
একুশ আমার ভাষার শিরস্ত্রাণ!
একুশ তুমি আজও
শহীদ-রক্ত মোছো ।
বিশ্ব দরবারে রাখো বাংলার সম্মান।