আমি শ্রীরাধা নই,
ললিতা নই, বিশাখাও নই।
তবুও আমার আছে
উতলা মন___
ডাক যখন আসে,
আমারও থাকে না মন ঘরে।
জ্ঞানশূন্য হয়ে, ছুটে যাই
মনের যমুনা তীরে...
মধুর সে বাঁশি শুনে।


সে বাঁশি  কি নামে
ডাকে...
তা তো জানি না।
তবু সে ডাকে মন কাড়া সুরে।
তার কি যে নাম, তাও জানি না।
শুধু জানি তার নাম মিশে আছে
আমার গহীন মনের
অন্তরালে।


হয়ত সেই নাম আমাতে হারায়,
আমি হারাই তার
বাঁধনহারা প্রেমে, অনুভবের ঘোরে।
আমার মনের শূন্য পূর্ণ করি
অনন্ত জোয়ারে......