ফাগুন এলো যে আজ...
বনে বনে কলরব
পাখিদের শিসে আর গানে।
চঞ্চল হলো মন...
বাসা বাঁধবার ডাক শুনি...


বসন্ত এসে গেছে ওদের...
বাঁধছে বাসা ওরাও।
একজনের হাতে ল্যাপটপ ;
অন্যের হাতে কাগজ কলম
আর স্মার্টফোন...
এরই মাঝে জোগাড় করে
খড়কুটো, দড়িদড়া,
রং তুলি আর ভালোবাসা।
সাজাতে মনের মতো
আদরের বাসা...


চঞ্চল দুটি পাখি
বসন্তের রঙ মেখে নিয়ে
স্থিতু হোক আপনার নীড়ে।
কূজনে কূজনে
মুখর হোক দখিনা বাতাস!
প্রেমের প্রদীপ জ্বলুক
দুটি মনের গভীরে....


***পুত্র ও পুত্রবধুর গৃহপ্রবেশ উপলক্ষ্যে লেখা ।