বসন্তের আঙিনায় আজ
পথ আগলে বসে আছে শেষ শীত।
কনকনে হাওয়ায় পাড়ায় পাড়ায়
বসন্ত পঞ্চমীর আয়োজন!
হলুদ গাঁদার বনে
সগৌরবে অলিদের কোলাহল!


সেদিনের স্মৃতির পঞ্চমীর সকালে
বাসন্তী শাড়িতে ছিল উষ্ণ পরশ!
অনেক না বলা কথা ছিল তোমার চোখে!
আমার চোখেও...
অধোবদন অনুভবে ছিল চঞ্চলতা,
অলিদের পাখার মতো...


শীত চলে যাবে একদিন
কাঁপন ফেলে রেখে আমার হৃদয়ে!
যেমন তুমি চলে গেলে পথে ফেলে
হলুদ আলোর হাতছানি...


লজ্জায় যা বলিনি সেদিন __
কোনোদিনই তা বলা হবে না জানি।
কাল স্রোতে হারাবে সে কথা।
তবুও বসন্ত পঞ্চমী আসবে __
যেমন আসে প্রতিটি বছর।
শুধু তুমি আর আসবে না কোনোদিন!