কুসুম রোদ গড়িয়ে গড়িয়ে...
একটা সকালের জন্ম।
নীড়ের থেকে মুখ তুলে
পাখিটার মৌন কলরবের মত
দেখেছি সেই সকাল ___
দেখেছি হেমন্তের
একটা নিটোল শিশির,
ক্লান্ত তখনও ঘাসেদের কোলে ।
দেখেছি___
সুন্দর স্নিগ্ধ রোদ
আস্তে আস্তে মুখর হয়ে ওঠে
তার মহিমায়।
আর ঘাসের কোল শূন্য করে
তখনই
একটু একটু করে শুকিয়ে যায়
অবুঝ শিশির...
চরম বাস্তবের মুখে ।