তোমাকে সাজাতে
কত বেলা বয়ে গেছে!


ঘরে, উঠোনে, দালানে__
ঘটেছে ছন্দপতন!
কখনও গনগনে আঁচে
পুড়েছে সাদামাটা তরকারি...
কখনো সদ্য স্নাত এলোচুল
পিঠের উপর এলায়িত!
শুকিয়েছে অন্যমনস্ক ভাবে...
খোঁপাই বাঁধা হয়নি!!


বেলা বয়ে গেছে!
সন্ধ্যায় তুলসীতলায়
জ্বলেনি প্রদীপ, বাজেনি শাঁখ।
তোমায় সাজাতে চেয়েছি...
মনের মতো হয়নি।
তোমারও....
ভালো লাগেনি ছেলেখেলা!!


বেলা বয়ে গেছে অকাজে...


শারদপ্রাতে এসেছিলে
দু হাত ভরে শিউলি নিয়ে।
আনমনা গন্ধে ভরে গেল ঘর।
মালা চেয়ে শিউলি রাখলে
আমার আঁচলে...
সুবাস নিতে নিতে কখন যেন
বেলা বয়ে গেল।


ফুল বাসি হয়ে রইলো পড়ে...
মালা গাঁথা হলো না!