মানিয়ে নিতে নিতে একসময়
নিজেই কখন বেমানান হই....
অন্যের চাহিদা মেটাতে গিয়ে,
ভুলে যাই, আমি কিছু চাই কি!


জীবন নাকি এভাবেই চলে...
কবি বলে পৃথিবী ভালবাসাময় ;
কুড়িয়ে নিতে জানতে হয়...
খোঁজার নামই বোধহয় তপস্যা!


দেখি মাটি ফুঁড়ে  বীজের মুক্তি!
মেনে নেয় আলো বাতাস এবং
পোকা-মাকড়ের সঙ্গ চাহিদা...
তবু ফুলে ফলে সে ই তো সুন্দর!


সব ভুলে গিয়ে, বেঁচে থাকাটাই
এ বিশ্ব সংসারে একান্ত জরুরী।