কি চাও তুমি??
আলস্যের অভিনয় করে
চলে গেলে অন্দরে!
কি নিপুণ সেই শিল্প....
হঠাৎ আলোর ঝলকানি দিয়ে
নিভে যেতে জানো তুমি!
তোমার দক্ষতা প্রশংসনীয়।


যেদিন চোখে চোখ রেখে
জাগিয়েছিলে __
এক ঝর্ণাধারার সুন্দরে
আমি যে হারিয়ে গেছিলাম
পাঁচিলহীন জঙ্গলে...
কি চেয়েছিলে সেদিন???


আজও বুঝি না __
যেদিন তোমার জন্য সাজি,
কোথায় যে হারিয়ে যাও,
নানা বাহানায়!!
যেদিন আমার আলুথালু বেশ,
বল্গাহীন কেশ __
তুমি ফুল নিয়ে হঠাৎ আসো
আমার কবরী সাজাতে!!


তোমার পাথর কাটা
ঠোঁটে আমার তর্জনী রেখে
"চুপ" করতে বলেছিলাম
কোনো অবেলায়!
তার প্রতিদান বুঝি দাও!
অবজ্ঞা অবহেলায়
কি পাও???


আনন্দ দিয়ে
আনন্দ কেড়ে নেওয়া এক শিল্প।
তুমি শিল্পী,
শিল্পীরা সব পারে...
সত্যি বলো না, কি চাও তুমি?


দূরে ঠেলে দিয়ে কাছে ডাকো
কিংবা
কাছে ডেকে নিয়ে
দূরে ঠেলে দাও...
দুটোই সমান আমার জন্য!!
অবাক হোচ্ছো??
তোমার চেতনাও জানে না,
তুমি কি চাও!!


ঝোড়ো হাওয়া বয়ে যায় যখন,
তোমার হাতের ছোঁয়া পাই ;
কি নিবিড় ভাবে
বিলি কাটে তোমার আঙুল
ঘাড়ে নেমে আসা কুন্তলে!!
সে কি তোমার অনিচ্ছায়?


বেশ করেছি...
জোর করে আমার ঠোঁট
ভুবিয়ে দিয়েছি পাথরে!
চুরমার হয়ে গেছি।
তাও বুঝতে পারি না __