তুমি ভালো, আমি ভালো
সবাই ভালো থাক্।
সুখে বৃষ্টি অঝোর ঝরুক,
অসুখ ধুয়েই যাক্।


ভালবাসার গভীর  নীতি
রাজনীতি না বোঝে।
সূর্য ও চন্দ্রের প্রেমের ব্যথা
কুয়াশা-মন  খোঁজে।


বনানীর সে সবুজ পাতায়
অবুঝ মনটা আঁকা।
মরুভূমির ঐ মরীচিকায়
সহজ প্রেমও বাঁকা।


তবু সবাই থাকুক ভালো
সুখটা ছেঁকে নিয়ে।
হাঁটুক জীবন ঘাসে ঘাসে
ভালবাসা বিছিয়ে ॥