ভালবাসার বৈভব জড়িয়ে
এসেছিলে তুমি।
ভেসে গিয়েছিলাম দুজনে
প্রেমের সাগরে!
কুড়িয়ে এনে মণি মাণিক্য
তিল তিল করে গড়েছিলাম
ভালবাসার সিংহাসন!


এতো ঐশ্বর্য সহ্য হলো না!
কী এক অজানা অভিমানে
হারিয়ে গেল গভীর প্রেম।
সেদিন প্রচণ্ড ভূমিকম্পে
ধূলিসাৎ হয়ে গেল
ভালবাসার রাজপ্রাসাদ।


তুমি ভাবছো, আমি নিঃস্ব!
না, নিঃস্ব হইনি।
ভালবাসা মিশে থাকা
সেই গোলাপটি আজও তো
জীবন্ত ডায়েরির ভাঁজে।
কাঁটা বিঁধেছে, তবু
গর্ব বোধ করি ভালবাসার।