জল তরঙ্গের সুর
নির্মম সংসারে আজও বাজে।
প্রস্তাবিত প্রেম মিশে গেছে
শেষ শীতের সঙ্গীতে।
বসন্ত আগত প্রায়।
ডালে ডালে নব কিশলয়।
কোকিল মায়ের ব্যস্ততা নেই,
সংসার সাজাতে।
কোকিল-শিশু তাই
অনাথ চিরকালের এ সংসারে।
তবু ওরা বাঁচে, বড় হয়....
অনাথ পথ-শিশুদের মতো।
ওদের মনেও জল তরঙ্গ বাজে।
প্রস্তাবিত প্রেম মূল্য পায়...
শত অভাবেও সংসার পাতে!
ভালবাসায় বাঁচুক ওরা ।
বসন্ত আসুক দ্বারে।