গ্রীষ্মের দাপট চলছে।
পাকা রাস্তায় পিচ গলছে।
বরফ গলেনি মহামারীর;
সেটা মৃত্যুর হার বলছে!


দখল এখন কার?
গরমের না কী করোনার!
আতঙ্কের হর প্রহর ...
বন্ধ রাখো গো দোর!
লাখ লাখ আক্রান্ত!
হাসপাতালে বেড বাড়ন্ত!
ঘরেই মৃত্যুর ঘোর!


প্রিয়জনের বিদায় ক্ষণে
অন্য এক কান্নার রোল __
চুল্লি নিয়ে দরাদরি...
দশ অথবা কুড়ি হাজারি!
মৃতের মুখ দেখতেও
টাকা লাগছে ভুরিভুরি!!!
এ কী দুর্ভোগ!
করোনা এতে ভাগে?
নাকি আরো বেশি জাগে!


****আজ মে দিবসও
সেই কারণেই আরও একটি নিবেদন।


ওরা যে শ্রমিক
পারমিতা ব্যানার্জি


আকাশ হলো 'লাল',
লালের চোখে জল!
একলাই ওরা হাঁটে,
দুঃখ সাজানো বাটে!