আজ ভুলতে বসেছি সবই...
লোকে বলে __এটা 'রোগ'!
হতেও পারে !
ভুল হয়ে যাওয়ার মধ্যেও,
যে কথাটা
না মনে রাখাই ভাল __
তা বেশী করে কাছে আসে!
যে ছবিটা ভুলে যেতে চাই __
সেটাই চোখে ভাসে!
এমনকি স্বপ্নেও আসে !!


তবে ভুলে যাই __
একদিনও কী মানবতা ছিল,
আমার প্রিয় পৃথিবীতে!
একদিনও কী মেয়ে-শৈশব
খেলেছিল আপন খেয়ালে!
লোলুপ জিহ্বার বিষ এড়িয়ে!
কী জানি! ঠিক মনে নেই।


তবে যুদ্ধ যে ছিল অহরহ __
সেটা ভুলিনি...
জীবনের, সমাজের, ব্যক্তিত্বের!
যুদ্ধ ছিল, আজও আছে__
অনাহারীর, কর্মহীন যৌবনের!


ভুলে গেছি __
কেমন করে উঠতে হয় শিখরে।
ভুলে গেছি __অপমান কিংবা
মধ্যেকার সেই দেয়ালটাকে...


শুধু মনে পড়ে যায় __
বৃষ্টি শেষে দু হাতে আগলানো
কচু পাতায় টলোমলো একটি
জলের ফোঁটা!!!