আতসবাজির আলোয় আলো
রাত বারোটার আকাশ!
নতুন বছর এলো,
পুরোনোকে ফেলে কিংবা ভুলে!
আমি কেন
ভুলতে পারি না অতীত!
কেন মাততে পারি না আনন্দে!


করে ফেলা যত ভুল
কাঁটার মতো বেঁধে অহরহ...
উপড়ে ফেলা যায় না কিছুতেই।
কাঁটার মতো বেঁধে
ভুল বিচারও।
ভুলে যেতে চাই ভুলের যন্ত্রণা!


যত আতসবাজি পোড়ে,
ততই পোড়ে অসহিষ্ণু মন!!
তবুও নাকি এগিয়ে চলা দস্তুর।
যদি সুন্দর হয় আগামী,
তাই স্বাগত তোমায় নতুন বছর।