আমার নাকি - সময় গিয়েছে চলে!
যাবার জন্যই সময় তো আসে ।
শীতের রোদে পিঠ রেখে দেখি,
কাগুজে রাজনীতির কালো পিঠ।


কমলালেবুর খোসা ছাড়িয়ে রসে
দার্জিলিং কিংবা নাগপুরী শীত...
গেলেই ভালো, শীতে ব্যথা বাড়ে!
সময়ে গদির মানুষও বদলায়!


পিছন ফিরে তাকাতে নেই।
তাল মেলানো বেজায় শক্ত!
তার চেয়ে না হয় রোদই পোহাই!
ডিজিটাল যুগেও রোদের বদল নেই।