ভাদ্রের আকাশে
মাঝে মাঝে ভাসে মেঘ __
মাঝে মাঝে বৃষ্টি...
প্রকৃতির এ বিনোদনে
মন উন্মনা হয়, লাগে মিষ্টি!
এ যে শরতেরই সৃষ্টি।


মাঝে মাঝে নীল আকাশ।
তাতে ঘুড়ি চঞ্চল!
মাঝে মাঝে সাদা মেঘ
মেলে দেয় অঞ্চল...
মনে জাগে খুশি__
যেন কত সুখ মনে টলটল!


গোধূলি বেলায়
পাখিরা যখন ফেরে কূলায়
মন হয়ে যায় একা!
পশ্চিমে সূর্য পড়ে ঢলে...
অস্তরাগে পূবের আকাশে
মরচে মেঘ যায় দেখা।


বিনোদনে মত্ত যখন আমি
সুমধুর সুর এনে দেয় যামী।