বিশ্রাম নেই! বিশ্রাম নেই!!
অথচ দ্যাখো কী ভীষণ ক্লান্ত
লাগে, নদীর পাড়ে আসলেই!


কাজ কেন ফুরোতে চায় না?
যেন আলাদীন! একটা শেষ                
হলেই আর একটার বায়না!


যত বলি, 'আমি তো মানুষ!'
আকাশবাণী শুনতে পাই __
"এখনো তো আছে হুঁশ!"


জানি কর্মই জীবন এবং ধর্ম!
গেঁথে দেওয়া হয়েছে মস্তিষ্কে,
ফলের আশায় করো না কর্ম!


বিশ্রামে, নেই তো কোন ফাঁক!
পারঘাটে অপেক্ষায় থাকা__
কবে যে পাব শেষ খেয়ার ডাক!