ভোরের আকাশে যখন
সঙ্গীতের মূর্ছনায়
সারা আকাশ রাঙিয়ে
ইঙ্গিত  দিয়ে যায়,
গাছের কোটর থেকে
মুখ বার করে
প্রথম পাখি তখন
ডেকে ওঠে।
পাতা আর ফুলে জাগে
খুশির আনন্দ সংবাদ।
ভোর এসেছে,
করো আয়োজন।
কিন্তু আজ কেন অবসাদ
অবসন্ন দেহে?
ভারী বাতাসে বেহালার
করুণ সুর।
দিগন্তে বিষণ্ণ  সূর্য
মুখ লুকায় কালো মেঘে।


**'আরশি একটি সাহিত্য সাময়িকী' তে প্রকাশিত