নিশি পোহালো...
নবমীর চাঁদ বলে গেল,
আসছে বিজয়া দশমী!
শুনতে পাচ্ছো
বিসর্জনের বাজনা??


কত দুর্গা আজ
চলে যাবে জলের নীচে!
চাপ চাপ অন্ধকারে...
প্রতিমার সব রঙ
ধুয়ে মুছে যাবে আজ!
ছিঁড়ে ফেলা হবে
নারীর যত অহঙ্কার...


প্রস্তুত হও!
খোলা রাখো দু'চোখ ___
বিসর্জনের উন্মাদনায়
কত জীবন্ত দুর্গা
আজ শেষ হয়ে যাবে
কালো সমাজের
উল্লাসে, অন্ধকারে...


দশমী যেন আতঙ্কের!
বিসর্জনের রাত
কেন আসে প্রতি রোজ!
কেন আমাদের
দেখতে হবে  বিজয়া!
"বিজয়ী" হবে কবে
সত্যিকারের দূর্গারা??