এক বুক প্রেম নিয়ে বকুল ঝরেছিল।
কেঁদেছিল হেসেছিল ।
হতে চেয়েছিল মালা...
মালার সুবাসে জড়িয়ে রেখেছিল
অফুরন্ত ভালবাসা।
যে পথে ঝরেছিল, বড় সঙ্কীর্ণ সে পথ।
পথচারীর পদ দলনে দলিত হবে জেনেও
ঝরে বকুল ।
হাত ভরিয়েছিল আমার।
এনে রেখেছিলাম প্রসাধনের টেবিলে।
সে আরশিতে মুখ দেখলো...
শুকিয়েও গেল একদিন।
ফুরিয়ে গিয়েও
আমার জন্য সাজিয়ে রেখে গেল
এক পৃথিবী সুখ।