আঘাত-জ্বরে পুড়ে, সারিয়ে
নিয়ে মনের ক্ষত,
ক' জন পারি থাকতে ভালো
নিজের মতো??
ঝরে বকুল মাটির সোহাগে,
দলন পায়ে পায়ে!
ব্যথা সয়েও সে বিলায় প্রেম,
সুবাসে ভরিয়ে...


বকুল, তুমি ভালো থেকো;
এমনি করে কাছে ডেকো ;
ফুল বিছিয়ে বকুল তলায়
মুক্ত প্রেম সাজিয়ে রেখো।।