বিশ্ববন্দিত নন্দিত
তোমার আমার একান্ত
মিষ্টি মধুর প্রিয় বাংলা ভাষা!  


বছর গেলে একটি দিন
শহীদ বেদি হয় যে রঙিন,
ফুল আর স্মৃতিচারণে, ঠাসা!


রক্তে ভেসে মাতৃভাষার
যত শহীদ ফেরালো মান,
ভুলতে পারি না তাদের দান।


বিশ্বজয়ের আহ্লাদে,
সত্যিই কি পারছি দিতে
শহীদ ভাইদের রক্তের সম্মান!


ভিন্ ভাষার মোহে,
রক্ষা করতে পারবো কি
আমার মাতৃভাষার গৌরব?


এই মধুর ভাষা টান,
কাব্য গল্প গান ,সন্দেহ হয়
একদিন হারাবো না তো "সব"!