দাউ দাউ
চারিদিকে আজ
জ্বলছে অরণ্য!
বিশেষ দিনে নয়,
জ্বলছে তো জ্বলছেই ...
আর পুড়ছে
অগুণতি জীবনও!


এও কি
এক বহ্ন্যুৎসব!!!
উৎসব তাকে বলে জানি,
যেখানে কিছু শুভ!
আর __
যেখানে নেমেছে মৃত্যুর ঢল্!
সেখানেও কি উৎসব!!
মন যে কেঁপে ওঠে!


বসন্তের প্রাক্কালে
যত আবর্জনা,
আর অশুভ শক্তি
জ্বালিয়ে দেবার উৎসব
বহ্ন্যুৎসব!
পুড়ে ছাই হয়ে যাক্
যত অমানুষের অরণ্য...


মিনতি করি
প্রকৃতির কাছে __
দাবানল নয় আর।
বনে বনে জাগুক বসন্ত!!
ফুলে ফলে ফিরুক
অরণ্য জীবন...