এই মেঘলা দিনে
ব্যথা ভালবেসে __
যত কথা লিখেছিল
কাজল মেঘ ___
বৃষ্টি না যদি হয় হোক,
গান হয়ে পড়ুক ঝরে,
সেই সুখ ব্যথা ___
এক বিষণ্ণ মধ্যাহ্নে...
অভিসারী গানে
বর্ষার ভেঙে যাক মান।
কদম ফুটবে বনে ।
একান্তে নির্জনে
থাকবে না তার সুবাস
অভিমানে।
তখন সজল মেঘ
কাঁদবে এসে সুখে __
সূর্যকে আড়ালে রেখে!
কী এক আনমনে
ঝরবে মধুর বারিধারা!
আসবে বর্ষা নেমে...