অভিমানী পলাশ তবু ফুটেছে বনে!
কখনো হলুদে কখনো  রক্তিম সাজে।
হারিয়ে বসন্ত বিলাস এ মধুক্ষণে,
অভিমানী পলাশ তবু ফুটেছে বনে!
আকাশ মুখর হলে গ্রীষ্মের আহ্বানে,
বসন্ত হারিয়ে বায় মরেছে যে লাজে!
অভিমানী পলাশ তবু ফুটেছে বনে।
কখনো হলুদে কখনো  রক্তিম সাজে!