শিশির ডাক দিয়ে গেছে কোন ভোরে।
কত কথা চুপিসারে ভেসেছে অম্বরে।
অপেক্ষায় অর্ঘ্যের বাসন্তী গাঁদা ঝুরো।
একে একে নব বস্ত্রে ফুলদল জড়ো।


এলো যে বসন্ত, মনে শীতলতা ভুলে
বসন্ত পঞ্চমীর আরাধনার সকালে।
কতই না চঞ্চল হলুদ কুঁড়িদের মেলা ;
বীণার সুরে কলকল প্রেমের এবেলা!


অজান্তে প্রেমের দান এ পূজার ছলে!
বসন্ত পঞ্চমী একাকার বসন্ত-মুকুলে!
পূজার ফুল কেন যে আজ  অবেলায়,
অগোচরে প্রেম ভরে মন নিরালায়।