বর্ষায় শুধু নয় __
যখন তখন বৃষ্টি এলেই __
সংস্কৃতির এক ছবি,
বাঙালিরা হয়ে ওঠেন কবি!
মুখে অবশ্য বলেন __
ভাল্লাগে না এ্যাতো বৃষ্টি!
অসময়ে অনাসৃষ্টি...
রাস্তায় কাদা প্যাচপ্যাচ।
জবজবে ভিজে জামা
সর্দি হলেই ফ্যাঁচ ফ্যাঁচ...


তবু আদা সহ,
মিলতো যদি এক কাপ চা!
আঃ!
সোনায় সোহাগা,
যদি পাওয়া যায় খাতা কলম।
এবং লিখে ফেলেন দু কলম।
কোথা থেকে যে কাব্যরা
ভীড় জমায় ঝাঁকে ঝাঁকে...
ফোটায় কথার ফুলঝুরি
খাতায় করে তারা গড়াগড়ি!!
আহা মরি মরি!
কবিতা বলে ফেলে ____
ওহে বলিহারি বাঙালি,
তোমাকে হাজার গড় করি।।