বৃষ্টির ফাঁকে ফাঁকে কুমোরপাড়ায়
একটু একটু করে সেজে উঠছে দুগ্গা!
চোখে কাজল পরা বাকি।
কাজল চোখ দেখবে নাকি...
যত সুখের ফাঁকি!!


সাজছে মণ্ডপ পাড়ায়, তেমাথায়,
নামকরা পার্কে..
থিমের বহরে বাহারি গর্ব (!)
ভাসছে সুখের বন্যা!!


ঢাকি পাড়ায় চলছে রেওয়াজ ...
ঢ্যাম কুরকুর, কাঁই না না ;
পুজোর আগেই সরগরম
অভাবী সংসার।


সন্ধ্যা আরতিতে মাতবে ঢাকি
ঢাকের তালে দুলবে যখন
ঢাকে কাশের সাজ,
প্রদীপ আলোয় দেবীর কাজল চোখে
ফুটবে হাজার সুখের তারা।


ঠিক তখনই কুপির আলোয়
পুজো শেষের দিন গুনবে,
ঢাকির বধূ!
পুজোর পরে শহর থেকে
ঢাকি ফিরবে ঘরে,নতুন শাড়ি হাতে।
খুশির জোয়ার আসবে বধূর
জলে ভেজা চোখে।
কোলের শিশু কাঁদবে না আর
সুখের দুধের স্বাদে।


পুজোর পরের পুজোর খুশি
আঁকা হবে,
এক দূর্গার বৃষ্টি ভেজা
কাজল কালো চোখে ।