ঢেউ গুলো ভিজছিলো!
মন ছবি এঁকেছিলো
শেষ রাতে!
ভোর হলো....
সূর্য ছিল না আজ আকাশে!
কখনো ঝমঝম,
কখনো রিমঝিম
নূপুরের সুর তুলে
বৃষ্টি যে নাচছিল..... বিলাসে।
বৃষ্টিকে বুকে নিয়ে সুখে
ঢেউ যে মাতাল হলো আজ,
মেঘের ছায়ায় ।
অদ্ভুত ধোঁয়াশায় নীল রঙ্
হারালো সাগর,
মুগ্ধ-প্রেমের সিনানে...
সূর্য বিহনে
লজ্জায় হলো না রাঙা
বালুতট...
কখন যে কে জানে,
মন চুরি হয়ে গেল আজ,
এই বিহানে!