হাতে একটা
দীর্ঘদিনের অব্যবহৃত কলম।
অস্পষ্ট কালিতে এলোমেলো
আঁচড় কাটি।
একটা অবয়ব তৈরির চেষ্টা...
রং রূপহীন কতগুলো টুকরো ছবি,
ছড়িয়ে ছিটিয়ে...
জুড়তে হবে সন্তর্পণে।


দমকা হাওয়া এলো  হঠাৎ।
উড়ছে টুকরো গুলো...
আমি ছুটছি এ প্রান্ত থেকে ও প্রান্তে।
ধরতে পারছি না একটাও টুকরো।
কি অসহ্য যন্ত্রণা ছুঁতে না পারার!
কোনোটা কাছ ঘেঁষে দূরে সরে গেল।
হাসছে...
বিদ্রুপ!!


একটা ধোঁয়া মেঘের আস্তরণ,
ছেয়ে ফেলল চারিধার।
গুমোট গরমে ঘামছি...
বৃষ্টি নামলো বোধহয় ।
নামুক বৃষ্টি।
গুমোট সহ্য হয় না আর।


আমার চোখেও বৃষ্টি!!
আনন্দের না হতাশার, বুঝলাম না।


স্বচ্ছ আলোয়
টুকরোগুলো জুড়তে জুড়তে
কোল জুড়ে এলো
একটা রূপহীন
অসমাপ্ত পান্ডুলিপি!!