জলন্ত অগ্নিশিখাতে - শুষ্ক এ ক্রন্দন,
মিথ্যা আশ্বাসে যে তোর, যৌবন লুণ্ঠন।
ধর্ষক উল্লাসে মাতে - কাঁদে প্রতারিতা,
পথ পাশে পড়ে থাকে, নীরব দুহিতা।
গোঙায় যুবতী পথ - নিশ্চুপে সে রাতে,
মাতৃত্ব চিহ্নে দাঁড়াস, ভিক্ষা পাত্র হাতে।
নিন্দুকে বলে - দোষ তো!  নারীর সম্ভার,
নারী মন আজীবন দহন সহার।


দুখিনী মায়ের মেয়ে, কাঁদে ব্যথা সয়ে,
তোর তো জন্ম শুধুই, ভোগের আশ্রয়ে।
দোমড়ানো ভিক্ষাপাত্র, যেন এ যৌবন,
মোমবাতি মিছিলেতে - শান্ত কি এ মন?
চোখে পড়ে ভরা পেট, শূন্য পাত্র নয়,
থাক্ নিয়ে আশা - কেউ, শুনবে নিশ্চয়।