(১)
বিগত-বসন্ত বাতাসে,
মনটা বিরহে ভাসে ;
হারায়নি সেই রতন
রেখেছি যা বিশ্বাসে!


(২)
যাহাদের পুঁজি বাড়ে
গরীবের কড়ি কেড়ে,
হেঁ হেঁ করে মসনদে
স্বজনের খুঁটি গাড়ে!


(৩)
বিচার বিশ বাঁও জলে।
চিকিৎসাও অতলে __
এই বেশ ভালো আছি,
রাজনীতির ছোবলে!


(৪)
শাসন রয় যে আজ
শোষণেরই আদলে!
হরিবল্ এ জীবনের
মুক্তি "হরিবোলে"!!!