মাঘী পূর্ণিমার চাঁদকে
সাক্ষী রেখে
ফিরছিলাম বাড়ি...
যেন চাঁদও আমার সাথে সাথে
সোনা মুখ করে দেখতে আসছিল
আমার আস্তানা বদল __
সারা রাস্তা বেয়ে জোছনার
আলোয় স্নান করছি আর ভাবছি
ফেলে আসা সাজানো ঘরের
পিছুটান!
আবার কবে যাব জানি না।
তবে যেতে তো হবেই,
সশরীরে অথবা স্মৃতি বুকে!
ওখানে যে ফেলে এসেছি
এক পক্ষ চাঁদের মতো
অর্ধেক সংসার!
ধন্ধ লাগছিল মনে ___
চাঁদ কি চলেছে আমার বাড়ি!
না কি আমি চাঁদের বাড়ি!
তবে আজ সারাটা পথ ছিল
আমার ___
চাঁদের সাথে ঘর!!!